sudo gedit /etc/bash.bashrc
এখন টেক্সট এডিটরে /etc ডিরেক্টরির bash.bashrc ফাইলটি প্রদর্শিত হলে ফাইলটির সর্বশেষ লাইনের শুরুতে একটি হ্যাশ চিহ্ন (#) বসিয়ে ফাইলটি সংরক্ষণ করুন। অর্থাৎ সর্বশেষ লাইনটি হবে নিচের মত।
# /usr/bin/mint-fortune
এখন টার্মিন্যাল বন্ধ করুন এবং তা পুণরায় চালু করে দেখুন ফিচারটি বন্ধ হয়ে গিয়েছে।