নোটঃ username এবং password হিসেবে আপনার কম্পিউটারের username এবং password ব্যবহার করতে হবে।
বুধবার, ৭ অক্টোবর, ২০০৯
ফিলিসার প্রিন্টিং হিস্টোরি মুছুন
প্রথমে http://localhost:631/ - এ গিয়ে
বাটনে প্রেস করুন। এবার আপনার প্রিন্টার এবং প্রিন্টার সংক্রান্ত কিছু তথ্য প্রদর্শিত হবে। আর প্রিন্টার সংক্রান্ত তথ্যের নিচে
বাটনটি দেখতে পাবেন। সেখানে প্রেস করুন। তাহলেই আপনার পূর্বের সকল প্রিন্টিং হিস্টোরি মুছে যাবে। আর যদি চান ভবিষ্যতে কোন প্রিন্টিং হিস্টোরি সংরক্ষণ করবেন না তাহলে System → Administration → Printing → Server → Settings → Advanced থেকে ‘Do not preserve job history’ নির্বাচন করে দিন।
নোটঃ username এবং password হিসেবে আপনার কম্পিউটারের username এবং password ব্যবহার করতে হবে।
নোটঃ username এবং password হিসেবে আপনার কম্পিউটারের username এবং password ব্যবহার করতে হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)