Vuze কেন? অন্য কোন বিটটরেন্ট ক্লায়েন্ট নয় কেন?
Vuze ব্যবহারের অন্যতম প্রধান কারণ হচ্ছে Vuze - এর এইচডি নেটওয়ার্ক। যেখানে রয়েছে এইচডি ভিডিও - এর বিশাল সংগ্রহশালা। সাথে সদ্য মুক্তি প্রাপ্ত, টপ রেটেড/জনপ্রিয় মুভিগুলোর সর্বশেষ তথ্য। সাথে শর্ত সাপেক্ষে সেগুলো ডাউনলোডের সুবিধাও। সাথে আরও অনেক ফিচার। আসলে Vuze - একবার চেখে না দেখলে ঠিক লিখে বোঝানো যাবে না। তবে Vuze - এর অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংক থেকে Vuze - এর কিছু স্ক্রিনসট দেখতে পারেন।
যেভাবে লিনাক্স মিন্টে Vuze - এর সর্বশেষ ভার্সন ইনস্টল করবেন
mintMenu → Package manager চালু করুন। অথবা আপনার পছন্দ মত যে কোন পদ্ধতিতে প্যাকেজ ম্যানেজার চালু করুন। এবার প্যাকেজ ম্যানেজারের Settings → Repositories নেভিগেট করুন। এবার লিনাক্স মিন্টের কমিউনিটি রিপোটি সক্রিয় করুন। অর্থাৎ ৩ # URI - টি সক্রিয় করুন। প্রয়োজনে নিচের ০১ # স্ক্রিনসটটি দেখুন। অবশ্য আপনি চাইলে ৩ # - এর সাথে ৬ # URI - টিও সক্রিয় করতে পারেন।
স্ক্রিনশট # ০১
এখন প্যাকেজ ম্যানেজারের রিলোড বাটনে ক্লিক করে repository তালিকাটি আপডেট করুন। এবার প্যাকেজ ম্যানেজার থেকে অথবা টার্মিন্যালে নিচের কমান্ডটি রান করে vuze প্যাকেজটি ইনস্টল করুন।
sudo apt-get install vuze
Vuze ইনস্টল হয়ে গেলে Vuze চালুর পূর্বে /usr/lib ডিরেক্টরির vuze ফোল্ডারটিকে রাইটের অনুমতি দিতে হবে। কেননা Vuze ঐ ফোল্ডারে আপডেট ইনস্টল করবে। আর লিনাক্সে /usr/lib ডিরেক্টরিটির জন্য সাধারণ ব্যবহারকারীদের অ্যাক্সেস না থাকায় Vuze আপডেট হতে পারবে না। তাই ঐ ফোল্ডারটিকে এখন আমরা রিড এবং রাইটের সম্পূর্ণ অনুমতি দেব। যদিও এই অনুমতি দেয়ার কাজটি গ্রাফিক্যালি করা যায় কিন্তু আমরা কমান্ড লাইনে করব। আর কমান্ড লাইনের অনেকগুলো পদ্ধতি হতে আমরা chmod ব্যবহার করব। যাই হোক ঐ ফোল্ডারটিকে রিড এবং রাইটের অনুমতি দিতে নিচের কমান্ডটি টার্মিন্যালে রান করুন।
sudo chmod -R 777 /usr/lib/vuze
এখন mintMenu → All/Internet → Vuze নেভিগেট করে Vuze চালু করুন। Vuze চালু হবার পর নিজ থেকেই Vuze Updater চালু হয়ে যাবে নিচের ০২ # স্ক্রিনসটটির মত। আর Vuze Updater রিপো থেকে Vuze - এর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে এবং ইনস্টল করবে।
স্ক্রিনশট # ০২
দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মুহুর্তে ডাউনলোডের সমুদ্র সৈকতে আপনি হাজির। এখন শুধু ডুব দেয়ার পালা . . .
নোটঃ /usr/lib ডিরেক্টরির vuze ফোল্ডারটিকে রাইটের অনুমতি না দিয়ে Vuze - কে রুট ইউজার অ্যাক্সেস দিলেও আপডেট সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু Vuze - কে রুট ইউজার অ্যাক্সেস দেয়া তুলনামূলক কম নিরাপদ হওয়ায় পদ্ধতিটি উল্লেখ করিনি।
সতর্কতা
- অপ্রাপ্তবয়স্ক কেউ আপনার কম্পিউটার ব্যবহার করলে যেন Vuze - এর মাধ্যমে
(StudioHD Network) ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক থাকুন। প্রয়োজনে Vuze - এ পাসওয়ার্ড ব্যবহার করুন।
- আপত্তিকর পরিস্থিতিতে পড়তে না চাইলে ফিল্টার ব্যবহার করুন।
- টরেন্ট প্রযুক্তি যেন অভিশাপে পরিণত না হয় তাই এর অপব্যবহার থেকে বিরত থাকা আমাদের সকলের দায়িত্ব।